বিগত ০৩(তিন) বছরে আমাদের অর্জন।
১) উপজেলা ভূমি অফিসে নামজারী ও জমাখারিজের মোট 8745 টি আবেদন নিষ্পত্তিকরণ।
২) সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক ১৪৪ বার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন।
৩) ভূমি উন্নয়ন কর (সাধারণ) দাবী আদায় 3,34,30,612/-(তিন কোটি চৌত্রিশ লক্ষ ত্রিশ হাজার ছয় শত বার)।
৪) ভূমি উন্নয়ন কর(সংস্থা) দাবী আদায় 9,02,327/-(নয় লক্ষ দুই হাজার তিন শত সাতাশ)।
৫) 65 জন ভূমিহীন পরিবাররের মাঝে 6.50 একর কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান ও দলিল হস্তান্তর;
৬) ভূমি উন্নয়ন কর বহির্ভূত রাজস্ব আদায়-93,84,254/-(ছিয়াত্তর লক্ষ আটচল্লিশ হাজার চার শত চব্বিশ)।
৭) ভিপি লিজ মানি আদায় 6,66,000/-(ছয় লক্ষ ছেষষ্টি হাজার) টাকা।
৮) ব্যবহারভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস