Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

রেকর্ড হাল নাগাদ করণ:

1। নামপত্তন( মিউটেশন/ জমা-খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন)।

2। 150 নং ধারামতে রেকর্ড সংশোধন।

3।পি.ও 96 ও 98 প্রয়োগ।

4। ভূমি অফিস কর্তৃক সৃষ্ট রেকর্ডের সার্টিফাইড কপি (নকল) সরবরাহ।

 

 

সায়রাত মহাল ব্যবস্থাপনা:

ক) হাট-বাজার

1। হাট-বাজারের তালিকা সংরক্ষণ ও হালনাদাগদকরণ।

2। পেরিফেরী নির্ধারণ ও নতুন হাট-বাজারের প্রস্তাবনা প্রেরণ।

3। হাট-বাজারের জমি একসনা বন্দোবস্ত ও নবায়ন।

4। অবৈধ দখল উচ্ছেদকরণ।

অর্পিত সম্পত্তি (ভি.পি) ব্যবস্থাপনা:

1। অর্পিত সম্পত্তি ইজারা (লীজ) নবায়ন।

2।অর্পিত সম্পত্তি ভোগ দখলকারীদের তালিকা প্রস্তুত করণ।

3।অবৈধ দখলদারদের উচ্ছেদ/অবৈধ দখল রোধ করণ।

 

খ) জলমহাল:

1। বদ্ধ ও উন্মুক্ত জলমহালের তালিকা প্রনয়ণ, সংরক্ষণ ও হালনাগাদকরণ।

ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায়:

1। মালিকানধীন খতিয়ান বা হোল্ডিং যাচাই করে বকেয়া ও হাল দাবী নির্ধারণ।

2। খেলাপী তালিকা প্রস্তুত করণ (রিটার্ণ-3)।

3। ব্যবাহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর নির্ধারণ, আদায় করণ।

 

রেন্ট সার্টিফিকেট মামলার  কার্যক্রম:

1। বকেয়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত মামলা দায়ের।

2। দেনাদারকে নোটিশ প্রদান।

3। নিলামে বিক্রয়/ খাস করণ।

খাস জমি ব্যবস্থাপনা

1। খাস জমি চিহ্নিত করণ ও উদ্ধার।

2। ভূমিহীনদের মধ্যে খাসজমির বিতরণ ও কবুলিয়ত সম্পাদন।

3। আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়ন।।

4। নদী  সিকস্তি- নদী পয়স্তি ব্যবস্থাপনা।

5। লাওওয়ারিশ/পরিত্যক্ত জমি ব্যবস্থাপনা।